নৌযানের মালিকানা পরিবর্তন (Change of Ownership)
সেবা 7

নৌযানের মালিকানা পরিবর্তন (Change of Ownership)

বিক্রয়, হস্তান্তর, দান, মর্টগেজ বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সনদে পরিবর্তন করতে হয়।

প্রয়োজনীয় সময়

৩-৭ দিন

প্রয়োজনীয় খরচ

মালিকানা পরিবর্তন ফি ৫০০-৭,০০০/- টাকা

আবেদনকারী

নৌযান মালিক

আবেদনের মাধ্যম

সরাসরি

আবেদনের প্রক্রিয়া

1

ফি পরিশোধপূর্বক সংশ্লিষ্ট ডকুমেন্টসসহ আবেদন করতে হবে।

2

ডকুমেন্টস যাচাই শেষে রেজিস্ট্রেশন সনদে পরিবর্তন অন্তর্ভুক্ত হবে।

3

নতুন মালিককে রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হবে।

আবেদনকারী

নৌযান মালিক

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

সরাসরি

স্থান

রেজিস্টার অফিস

প্রয়োজনীয় ডকুমেন্টস

নতুন মালিকের ছবি, এনআইডি, টিন ও ট্রেড লাইসেন্স

মূল রেজিস্ট্রেশন সনদ

নৌযানের পূরণকৃত ক ও গ ফরম

বিক্রয়/হস্তান্তরের দলিল

মামলা নেই মর্মে নৌ আদালতের ছাড়পত্র

নামকরণের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রয়োজনীয় সময়

৩-৭ দিন

প্রয়োজনীয় খরচ

মালিকানা পরিবর্তন ফি ৫০০-৭,০০০/- টাকা