নৌযানের নাম পরিবর্তন (Change of Vessel Name)
সেবা 8

নৌযানের নাম পরিবর্তন (Change of Vessel Name)

নৌযানের নাম পরিবর্তনের জন্য অনলাইন আবেদন করা যায়।

প্রয়োজনীয় সময়

২-৭ দিন

প্রয়োজনীয় খরচ

১২০০ টাকা + ব্যাংক চার্জ

আবেদনকারী

মালিক/মালিক প্রতিনিধি

আবেদনের মাধ্যম

অনলাইন ও সরাসরি

আবেদনের প্রক্রিয়া

1

আইডি ও পাসওয়ার্ড দিয়ে নাম পরিবর্তনের আবেদন করতে হবে।

2

তিনটি নতুন নাম উল্লেখ করতে হবে।

3

ফি প্রদান করে আবেদন সম্পন্ন হবে।

4

অনুমোদিত হলে সনদ ডাউনলোড করে রেজিস্টার অফিসে কার্যাদি সম্পন্ন করতে হবে।

আবেদনকারী

মালিক/মালিক প্রতিনিধি

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

অনলাইন ও সরাসরি

স্থান

disinland.dos.gov.bd এবং রেজিস্টার অফিস

প্রয়োজনীয় ডকুমেন্টস

মূল রেজিস্ট্রেশন সনদের কপি

মামলা নেই মর্মে নৌ আদালতের ছাড়পত্র

প্রয়োজনীয় সময়

২-৭ দিন

প্রয়োজনীয় খরচ

১২০০ টাকা + ব্যাংক চার্জ