নির্মিতব্য নৌযানের নির্মাণ শিডিউল অনুমোদন (Construction Schedule Approval)
সেবা 5

নির্মিতব্য নৌযানের নির্মাণ শিডিউল অনুমোদন (Construction Schedule Approval)

নকশা অনুমোদনের পর নৌযান নির্মাণের পূর্বে নির্মাণ পরিকল্পনা সংক্রান্ত অনুমোদন গ্রহণ করতে হয়।

প্রয়োজনীয় সময়

২-৩ দিন

প্রয়োজনীয় খরচ

প্রযোজ্য নয়

আবেদনকারী

নৌযান মালিক

আবেদনের মাধ্যম

সরাসরি/ডাকযোগে

আবেদনের প্রক্রিয়া

1

প্রয়োজনীয় ডকুমেন্টসসহ মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।

2

ডকুমেন্টস যাচাই করে সংশ্লিষ্ট শাখা থেকে নথি উত্থাপিত হবে।

3

মুখ্য পরিদর্শক অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে।

4

ডাকযোগে/ই-মেইলে অনুমোদনের কপি প্রদান করা হবে।

আবেদনকারী

নৌযান মালিক

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

সরাসরি/ডাকযোগে

স্থান

প্রধান কার্যালয়

প্রয়োজনীয় ডকুমেন্টস

নকশা অনুমোদনের সনদ

কীল লেইং সনদ

টাস্ক নম্বর সনদ

মালিকের প্রত্যয়নপত্র

ডকইয়ার্ডের অনাপত্তি সনদ

বার চার্ট

প্রয়োজনীয় সময়

২-৩ দিন

প্রয়োজনীয় খরচ

প্রযোজ্য নয়