অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকদের যোগ্যতা সনদ নবায়ন (Crew Certificate Renewal)
সেবা 13

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকদের যোগ্যতা সনদ নবায়ন (Crew Certificate Renewal)

যোগ্যতা সনদসমূহ প্রতি ৫ বছর অন্তর নবায়ন করতে হয়।

প্রয়োজনীয় সময়

৭-১০ দিন

প্রয়োজনীয় খরচ

নবায়ন ফি: ২৫০/- টাকা

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম

অনলাইন

আবেদনের প্রক্রিয়া

1

অনলাইনে সনদ নবায়নের আবেদন ও ফি জমা দিতে হবে।

2

মূল সনদ ও অন্যান্য ডকুমেন্টসসহ হার্ডকপি জমা দিতে হবে।

3

যাচাই-বাছাই শেষে সনদ নবায়নের জন্য প্রেরণ হবে।

4

সনদ প্রস্তুত হলে অনলাইনে টোকেন নম্বর প্রকাশ হবে।

5

টোকেন প্রদর্শন করে সনদ সংগ্রহ করতে হবে।

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

অনলাইন

স্থান

https://inlandcrew.dos.gov.bd

প্রয়োজনীয় ডকুমেন্টস

জাতীয় পরিচয়পত্রের কপি

যোগ্যতা সনদের ফটোকপি

ভয়েজ/সি-সার্ভিসের প্রত্যয়নপত্র

ফিটনেস সনদ

বেসিক ফোর (সেফটি কোর্স) এর কপি

প্রয়োজনীয় সময়

৭-১০ দিন

প্রয়োজনীয় খরচ

নবায়ন ফি: ২৫০/- টাকা