অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকদের পরীক্ষা গ্রহণ ও যোগ্যতা সনদ প্রদান (Crew Competency Certificate)
সেবা 12

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকদের পরীক্ষা গ্রহণ ও যোগ্যতা সনদ প্রদান (Crew Competency Certificate)

নাবিকদের যোগ্যতা পরীক্ষা গ্রহণ ও যোগ্যতা সনদ প্রদান করা হয়।

প্রয়োজনীয় সময়

৩০-৬০ দিন

প্রয়োজনীয় খরচ

শ্রেণিভেদে ৩০০-২০০০/- টাকা

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম

অনলাইন

আবেদনের প্রক্রিয়া

1

অনলাইনে সংশ্লিষ্ট পরীক্ষার জন্য আবেদন ও ফি জমা দিতে হবে।

2

যাচাই-বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের অনুমোদন প্রদান হবে।

3

প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

4

ফলাফল প্রকাশের পর ই-সনদ প্রিন্ট করা যাবে।

5

স্মার্ট কার্ড প্রস্তুত হলে কাউন্টারে সনদ সংগ্রহ করা হবে।

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

অনলাইন

স্থান

https://inlandcrew.dos.gov.bd

প্রয়োজনীয় ডকুমেন্টস

জাতীয় পরিচয়পত্রের কপি

শিক্ষাগত যোগ্যতার সনদের কপি

ভয়েজ/সি-সার্ভিসের প্রত্যয়নপত্র

প্রিপারেটরি কোর্সের সনদ

বেসিক ফোর (সেফটি কোর্স) এর কপি

প্রয়োজনীয় সময়

৩০-৬০ দিন

প্রয়োজনীয় খরচ

শ্রেণিভেদে ৩০০-২০০০/- টাকা