অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি (Crew Service Extension)
সেবা 14

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি (Crew Service Extension)

সনদ নবায়ন সাপেক্ষে সর্বোচ্চ ৫৮ বছর বয়স পর্যন্ত চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা যায়।

প্রয়োজনীয় সময়

৭-১০ দিন

প্রয়োজনীয় খরচ

আবেদন ফি: ৫০০/- টাকা

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম

সরাসরি এবং অনলাইন

আবেদনের প্রক্রিয়া

1

মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করতে হবে।

2

চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

3

যাচাই-বাছাইয়ের পর অনুমোদন প্রদান হবে।

4

অনলাইনে বয়স বৃদ্ধির জন্য আবেদন করতে হবে।

5

টোকেন প্রদর্শন করে সনদ সংগ্রহ করতে হবে।

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

সরাসরি এবং অনলাইন

স্থান

https://inlandcrew.dos.gov.bd

প্রয়োজনীয় ডকুমেন্টস

জাতীয় পরিচয়পত্রের কপি

যোগ্যতা সনদের ফটোকপি

ভয়েজ/সি-সার্ভিসের প্রত্যয়নপত্র

সিভিল সার্জনের ফিটনেস সনদ

বেসিক ফোর (সেফটি কোর্স) এর কপি

প্রয়োজনীয় সময়

৭-১০ দিন

প্রয়োজনীয় খরচ

আবেদন ফি: ৫০০/- টাকা