
অভ্যন্তরীণ নৌযানের নকশা এবং পরিকল্পনা অনুমোদন (Design Approval)
অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী নকশা ও পরিকল্পনা যাচাই-বাছাই করে অনুমোদন প্রদান করা হয়।
প্রয়োজনীয় সময়
৪৫ দিন
প্রয়োজনীয় খরচ
সরকারি খরচ ৮,৫০০ - ১৬,৫০০/- টাকা (ধরণ অনুযায়ী)
আবেদনকারী
অনাপত্তি সনদ প্রাপ্ত নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান
আবেদনের মাধ্যম
অনলাইন
আবেদনের প্রক্রিয়া
আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নকশা অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
ধরণ অনুযায়ী নকশার পিডিএফ কপি আপলোড করতে হবে।
পেমেন্ট অপশনে ফি জমা দিতে হবে।
নকশা কমিটির মূল্যায়ন শেষে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে।
অনুমোদিত হলে অনলাইনে সনদ ডাউনলোড করা যাবে।
হার্ডকপি নকশা প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনকারী
অনাপত্তি সনদ প্রাপ্ত নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
অনলাইন
স্থান
dosinland.dos.gov.bd
প্রয়োজনীয় ডকুমেন্টস
মালিকের অঙ্গীকারনামা
নামকরণের সনদ
প্রয়োজনীয় নকশার সেট (স্ট্যাবিলিটি বুকলেট ও অ্যাপ্লিকেশন ফর্মসহ)
প্রয়োজনীয় সময়
৪৫ দিন
প্রয়োজনীয় খরচ
সরকারি খরচ ৮,৫০০ - ১৬,৫০০/- টাকা (ধরণ অনুযায়ী)