অভ্যন্তরীণ নৌযানের নকশা এবং পরিকল্পনা অনুমোদন (Design Approval)
সেবা 2

অভ্যন্তরীণ নৌযানের নকশা এবং পরিকল্পনা অনুমোদন (Design Approval)

অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী নকশা ও পরিকল্পনা যাচাই-বাছাই করে অনুমোদন প্রদান করা হয়।

প্রয়োজনীয় সময়

৪৫ দিন

প্রয়োজনীয় খরচ

সরকারি খরচ ৮,৫০০ - ১৬,৫০০/- টাকা (ধরণ অনুযায়ী)

আবেদনকারী

অনাপত্তি সনদ প্রাপ্ত নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান

আবেদনের মাধ্যম

অনলাইন

আবেদনের প্রক্রিয়া

1

আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নকশা অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

2

ধরণ অনুযায়ী নকশার পিডিএফ কপি আপলোড করতে হবে।

3

পেমেন্ট অপশনে ফি জমা দিতে হবে।

4

নকশা কমিটির মূল্যায়ন শেষে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে।

5

অনুমোদিত হলে অনলাইনে সনদ ডাউনলোড করা যাবে।

6

হার্ডকপি নকশা প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনকারী

অনাপত্তি সনদ প্রাপ্ত নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

অনলাইন

স্থান

dosinland.dos.gov.bd

প্রয়োজনীয় ডকুমেন্টস

মালিকের অঙ্গীকারনামা

নামকরণের সনদ

প্রয়োজনীয় নকশার সেট (স্ট্যাবিলিটি বুকলেট ও অ্যাপ্লিকেশন ফর্মসহ)

প্রয়োজনীয় সময়

৪৫ দিন

প্রয়োজনীয় খরচ

সরকারি খরচ ৮,৫০০ - ১৬,৫০০/- টাকা (ধরণ অনুযায়ী)