নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান পরিচালনার নিমিত্ত অনাপত্তি সনদ (NOC) (Design Firm NOC)
সেবা 16

নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান পরিচালনার নিমিত্ত অনাপত্তি সনদ (NOC) (Design Firm NOC)

নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানসমূহকে অনাপত্তি সনদ (NOC) প্রদান করা হয়।

প্রয়োজনীয় সময়

৩০-৪০ দিন

প্রয়োজনীয় খরচ

নতুন অনাপত্তি ফি: ৫,০০০/- টাকা

আবেদনকারী

নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের মালিক

আবেদনের মাধ্যম

সরাসরি/ডাকযোগে

আবেদনের প্রক্রিয়া

1

ফি পরিশোধপূর্বক মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।

2

ডকুমেন্টস যাচাই করে পরিদর্শনের জন্য কমিটি গঠন হবে।

3

কমিটি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবে।

4

চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে অনাপত্তি পত্র ইস্যু হবে।

আবেদনকারী

নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের মালিক

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

সরাসরি/ডাকযোগে

স্থান

প্রধান কার্যালয়

প্রয়োজনীয় ডকুমেন্টস

৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ২ জন নেভাল আর্কিটেক্ট

প্রয়োজনীয় জনবল কাঠামো

অফিস ভাড়ার চুক্তি ও অবকাঠামো

ইকুইপমেন্টস ও সফটওয়্যার

৫ লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি (৫ বছরের জন্য)

টিন/বিন সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স

প্রয়োজনীয় সময়

৩০-৪০ দিন

প্রয়োজনীয় খরচ

নতুন অনাপত্তি ফি: ৫,০০০/- টাকা