
সেবা 17
ডকইয়ার্ড/শিপইয়ার্ড এর অনাপত্তি সনদ (NOC) (Dockyard/Shipyard NOC)
ডকইয়ার্ড/শিপইয়ার্ডের প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল থাকার শর্তে অনাপত্তি সনদ প্রদান করা হয়।
প্রয়োজনীয় সময়
২৫-৩০ দিন
প্রয়োজনীয় খরচ
নতুন অনাপত্তি ফি: ৩,০০০-৭,০০০/- টাকা
আবেদনকারী
ডকইয়ার্ড/শিপইয়ার্ড মালিক
আবেদনের মাধ্যম
সরাসরি/ডাকযোগে
আবেদনের প্রক্রিয়া
1
প্রয়োজনীয় ডকুমেন্টসসহ মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।
2
ডকুমেন্টস যাচাই করে পরিদর্শনের জন্য কমিটি গঠন হবে।
3
পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হলে অনুমোদন প্রদান হবে।
আবেদনকারী
ডকইয়ার্ড/শিপইয়ার্ড মালিক
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
সরাসরি/ডাকযোগে
স্থান
প্রধান কার্যালয়
প্রয়োজনীয় ডকুমেন্টস
নদী তীর ব্যবহারের লাইসেন্স
পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি পত্র
ফায়ার সার্ভিসের অনাপত্তি পত্র
আয়কর সনদ
ভ্যাট রেজিস্ট্রেশন সনদ
ট্রেড লাইসেন্স
প্রয়োজনীয় সময়
২৫-৩০ দিন
প্রয়োজনীয় খরচ
নতুন অনাপত্তি ফি: ৩,০০০-৭,০০০/- টাকা