
নৌযানের নামকরণের ছাড়পত্র প্রদান (Name Clearance)
একটি নতুন নৌযান রেজিস্ট্রেশনের প্রথম ধাপ হচ্ছে নামকরণের ছাড়পত্র গ্রহণ। একই নামে একাধিক নৌযান যাতে রেজিস্ট্রেশন না হয় সে লক্ষ্যে অত্র অধিদপ্তর কর্তৃক নামকরণের ছাড়পত্র প্রদান করা হয়।
প্রয়োজনীয় সময়
২-৩ দিন
প্রয়োজনীয় খরচ
১,২০০ টাকা + ব্যাংক চার্জ
আবেদনকারী
মালিক/মালিক প্রতিনিধি
আবেদনের মাধ্যম
অনলাইন
আবেদনের প্রক্রিয়া
প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দিয়ে তালিকাভুক্তি সম্পন্ন করতে হবে।
প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
অনলাইনে নামকরণের জন্য আবেদন সিলেক্ট করতে হবে।
নৌযানের বিবরণ ও প্রস্তাবিত নাম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
পেমেন্ট অপশনে সোনালী ই-ওয়ালেট/বিকাশ/নগদ/রকেট/কার্ডের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
অনুমোদিত হলে ডাউনলোড অপশন থেকে সনদ পাওয়া যাবে।
আবেদনকারী
মালিক/মালিক প্রতিনিধি
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
অনলাইন
স্থান
dosinland.dos.gov.bd
প্রয়োজনীয় ডকুমেন্টস
মালিকের ছবি
জাতীয় পরিচয়পত্রের কপি
টিন সার্টিফিকেট
ট্রেড লাইসেন্স
প্রয়োজনীয় সময়
২-৩ দিন
প্রয়োজনীয় খরচ
১,২০০ টাকা + ব্যাংক চার্জ