
সেবা 11
নৌযানের প্রটোকল এনডোর্সমেন্ট প্রদান (Protocol Endorsement)
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভ্যন্তরীণ নদী পথে চলাচলরত নৌযানসমূহকে প্রটোকল অনুমতি দেয়া হয়।
প্রয়োজনীয় সময়
৩-৫ দিন
প্রয়োজনীয় খরচ
প্রযোজ্য নয়
আবেদনকারী
নৌযান মালিক/মালিক প্রতিনিধি
আবেদনের মাধ্যম
সরাসরি/ডাকযোগে
আবেদনের প্রক্রিয়া
1
সার্ভে অফিসে সার্ভেয়ার বরাবর আবেদন করতে হবে।
2
সংশ্লিষ্ট সার্ভেয়ার নৌযান সার্ভে করবেন।
3
সার্ভে সন্তোষজনক হলে প্রধান কার্যালয়ে আবেদন প্রেরণ হবে।
4
প্রধান প্রকৌশলী কর্তৃক চূড়ান্ত অনুমোদন প্রদান হবে।
আবেদনকারী
নৌযান মালিক/মালিক প্রতিনিধি
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
সরাসরি/ডাকযোগে
স্থান
৭টি সার্ভে অফিস
প্রয়োজনীয় ডকুমেন্টস
মাস্টার ও ড্রাইভারের মেয়াদ ও এনডোর্সমেন্টযুক্ত সনদ
সর্বশেষ সার্ভে সনদ
রেজিস্ট্রেশন সনদ
পূর্ণকৃত চেকলিস্ট
হালনাগাদ বীমার কপি
ড্রাফট চার্ট
অনুমোদিত নকশার কপি
প্রয়োজনীয় সময়
৩-৫ দিন
প্রয়োজনীয় খরচ
প্রযোজ্য নয়