
সেবা 18
নৌযানের নিবন্ধন বাতিল/ডিলিশনের আবেদন (Registration Cancellation)
নৌযান ভাঙ্গা/অকেজো হলে বা অব্যবহৃত থাকলে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা যায়।
প্রয়োজনীয় সময়
৭-১০ দিন
প্রয়োজনীয় খরচ
৫০০-১০০০/- টাকা
আবেদনকারী
নৌযান মালিক
আবেদনের মাধ্যম
সরাসরি
আবেদনের প্রক্রিয়া
1
সংশ্লিষ্ট রেজিস্টার অফিসে আবেদন ও ফি প্রদান করতে হবে।
2
ডকুমেন্টস যাচাই শেষে রেজিস্টার অনুমোদন করবেন।
3
ডিলিশন সার্টিফিকেট রেজিস্টার অফিস থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনকারী
নৌযান মালিক
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
সরাসরি
স্থান
রেজিস্টার অফিস
প্রয়োজনীয় ডকুমেন্টস
নৌযানের মূল রেজিস্ট্রেশন সনদ
জিডির কপি (ডুবন্ত জাহাজের ক্ষেত্রে)
বিআইডব্লিউটিএ এর পত্র (ডুবন্ত জাহাজের ক্ষেত্রে)
ডকইয়ার্ডের প্রত্যয়নপত্র (স্ক্র্যাপ জাহাজের ক্ষেত্রে)
মামলা নেই মর্মে নৌ আদালতের ছাড়পত্র
সার্ভে সনদের কপি
স্ক্র্যাপ চুক্তিনামা
ব্যাংকের ঋণ সংক্রান্ত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
প্রয়োজনীয় সময়
৭-১০ দিন
প্রয়োজনীয় খরচ
৫০০-১০০০/- টাকা