অভ্যন্তরীণ নৌযানের নাবিকগণের অনুকূলে সার্ভিস বুক ইস্যুর জন্য আবেদন (Service Book Issuance)
সেবা 15

অভ্যন্তরীণ নৌযানের নাবিকগণের অনুকূলে সার্ভিস বুক ইস্যুর জন্য আবেদন (Service Book Issuance)

নাবিকের চাকুরীর বৃত্তান্ত রেকর্ড করার জন্য সার্ভিস বুক ইস্যু করা হয়।

প্রয়োজনীয় সময়

৭-১০ দিন

প্রয়োজনীয় খরচ

সার্ভিসবুক আবেদন ফি: ৩০০/- টাকা

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম

সরাসরি

আবেদনের প্রক্রিয়া

1

সঠিক URL দিয়ে সিস্টেমে প্রবেশ করতে হবে।

2

ICN নাম্বারের জন্য নিবন্ধন করতে হবে।

3

ওটিপি যাচাইয়ের পর ICN নম্বর সংগ্রহ করতে হবে।

4

ICN দিয়ে সার্ভিস বুকের জন্য আবেদন করতে হবে।

5

পেমেন্ট অপশনে ফি জমা দিতে হবে।

6

সার্ভিস বুক প্রস্তুত হলে সনদ সংগ্রহ করতে হবে।

আবেদনকারী

অভ্যন্তরীণ নৌযানে কর্মরত নাবিকগণ

আবেদনের মাধ্যম ও স্থান

মাধ্যম

সরাসরি

স্থান

https://inlandcrew.dos.gov.bd

প্রয়োজনীয় ডকুমেন্টস

জাতীয় পরিচয়পত্র

সেফটি কোর্সের সনদ (চারটি)

পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর

নৌযান মালিক কর্তৃপক্ষ প্রদত্ত অভিজ্ঞতার প্রত্যয়নপত্র

প্রয়োজনীয় সময়

৭-১০ দিন

প্রয়োজনীয় খরচ

সার্ভিসবুক আবেদন ফি: ৩০০/- টাকা