
সেবা 3
নৌযান নির্মাণ তদারকির জন্য টাস্ক নম্বর প্রদান (Allocation of Task Number)
নৌযান নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণকাজ তদারকির জন্য প্যানেল সুপারভাইজারকে টাস্ক নম্বর প্রদান করা হয়।
প্রয়োজনীয় সময়
৩-৭ দিন
প্রয়োজনীয় খরচ
প্রযোজ্য নয়
আবেদনকারী
প্যানেল সুপারভাইজার
আবেদনের মাধ্যম
সরাসরি/ডাকযোগে
আবেদনের প্রক্রিয়া
1
প্রয়োজনীয় ডকুমেন্টসসহ প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক বরাবর আবেদন করতে হবে।
2
বরাদ্দকৃত কোটা যাচাই করা হবে।
3
কোটা খালি থাকলে টাস্ক নম্বর অনুমোদন করা হবে।
4
সংশ্লিষ্ট শাখা থেকে বা ডাকযোগে কপি প্রদান করা হবে।
আবেদনকারী
প্যানেল সুপারভাইজার
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
সরাসরি/ডাকযোগে
স্থান
প্রধান কার্যালয়
প্রয়োজনীয় ডকুমেন্টস
প্যানেল সুপারভাইজারের আবেদন
নির্মাণ পরিকল্পনার বার চার্ট
প্রয়োজনীয় সময়
৩-৭ দিন
প্রয়োজনীয় খরচ
প্রযোজ্য নয়