
অভ্যন্তরীণ নৌযানের সার্ভে ও সার্ভে সনদ জারী (Vessel Survey)
সকল অভ্যন্তরীণ নৌযান রেজিস্ট্রেশনের পাশাপাশি সার্ভে করা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় সময়
৭-১০ দিন
প্রয়োজনীয় খরচ
সার্ভে ফি ৭০০ থেকে (গ্রস টন ভিত্তিতে)
আবেদনকারী
নৌযান মালিক/মালিক প্রতিনিধি
আবেদনের মাধ্যম
অনলাইন
আবেদনের প্রক্রিয়া
প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে।
সার্ভে অফিস/সার্ভেয়ার/স্থান/তারিখ নির্বাচন করতে হবে।
ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে।
সার্ভেয়ার নির্ধারিত দিনে নৌযান সার্ভে করবেন।
অনুমোদিত হলে অনলাইনে সার্ভে সনদ ডাউনলোড করা যাবে।
আবেদনকারী
নৌযান মালিক/মালিক প্রতিনিধি
আবেদনের মাধ্যম ও স্থান
মাধ্যম
অনলাইন
স্থান
dosinland.dos.gov.bd
প্রয়োজনীয় ডকুমেন্টস
মাস্টার ও ড্রাইভারের মেয়াদ ও এনডোর্সমেন্টযুক্ত সনদ
আয়কর প্রদানের সনদ
কনজারভেন্সী প্রদানের সনদ
ডকিং সনদ
সর্বশেষ সার্ভে সনদ
রেজিস্ট্রেশন সনদ
জিএ প্ল্যানের কপি
সর্বনিম্ন নিরাপদ নাবিক সনদ
জরুরি মাস্টার লিস্ট
নাবিকগণের নিয়োগ পত্র
প্রয়োজনীয় সময়
৭-১০ দিন
প্রয়োজনীয় খরচ
সার্ভে ফি ৭০০ থেকে (গ্রস টন ভিত্তিতে)